২০২৩ গুরুপূর্ণিমা উপলক্ষ্যে স্বামী চিদানন্দ গিরির বার্তা

23 জুন, 2023

যখন তুমি গুরুশিষ্য সম্পর্কের আদর্শে অবিচল থাক, তখন আধ্যাত্মিক পথ বেশ সহজ হয়ে যায়। তখন তোমার আর বিপথগামী হওয়ার ভয় থাকে না। মায়া তোমাকে যতই দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, ঈশ্বরদ্রষ্টা সদ্‌‌‌‌‌‌‌গুরু তোমার সমস্যা সম্বন্ধে অবহিত আছেন; সঠিক পথে পুনঃপ্রতিষ্ঠিত হতে তিনি ঠিকই তোমাকে সাহায্য করবেন। যদি তাঁর সঙ্গে আন্তর সমন্বয়ে যুক্ত হতে পার, তাহলে তোমার জন্য তিনি ঠিক এটাই করবেন। এমনকি গুরুর কাছ থেকে তুমি কয়েক হাজার মাইল দূরে থাকলেও তাঁর সাহায্য তোমার কাছে ঠিকই পৌঁছে যাবে। আমার গুরুদেব যদিও এখন আর এই মর্ত্যভূমিতে সশরীরে বর্তমান নেই, তাঁর সান্নিধ্য কিন্তু আমি সবসময়ই অনুভব করতে পারি। আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার সহজতম উপায় হল তাঁর পথনির্দেশ এবং কৃপাকে সম্বল করে পথ চলা।

—পরমহংস যোগানন্দ

প্রিয় ভক্তগণ,

এই জগতে ঈশ্বরের কাছ থেকে সবচেয়ে মূল্যবান উপহার একজন তখনই পায়, যখন সে একজন ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে গিয়ে পৌঁছোয়, যিনি নিঃশর্ত ভালোবাসা ও বন্ধুত্বের প্রতিমূর্তি এবং যাঁর একমাত্র উদ্দেশ্য হল প্রতিটি শিষ্যের অন্তঃস্থ সুপ্ত ঈশ্বরকে জাগিয়ে তোলা। ওয়াইএসএস/এসআরএফ-এর আমরা সকলেই আমাদের প্রিয় সদ্‌‌‌‌‌‌‌গুরু পরমহংস যোগানন্দজির মধ্যে এমনই এক গুরুকে পেয়েছি। সারা ভারতে উদ্‌‌‌‌‌‌‌‌যাপিত এই পুণ্যতিথিতে আসুন আমরা সবাই সেই মহান গুরুর প্রতি কৃতজ্ঞতায় আমাদের অন্তরের ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করি, যিনি আমাদের আত্মার মুক্তিদায়ী শিক্ষা দিয়ে ধন্য করেছেন এবং যিনি সকল মানবহৃদয়ে ভগবদ্‌‌‌‌‌‌‌‌‌প্রেম জাগ্রত করার জন্য তাঁর সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছেন।

পরমহংসজি বলেছিলেন যে, তাঁর গুরুদেব স্বামী শ্রীযুক্তেশ্বরের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তিনি কখনোই প্রকৃত সুখ ও জ্ঞানের সন্ধান পাননি। শ্রীযুক্তেশ্বর শুদ্ধ ও অভ্রান্ত জ্ঞানের অধিকারী ছিলেন যার সাহায্যে তিনি শিষ্যের ঈশ্বরপ্রাপ্তির লক্ষ্যে তাকে সঠিক পথে চালনা করতে পারতেন। আপনারা যত এই পথে অগ্রসর হবেন এবং আমাদের মহান গুরুদেবের দ্বারা প্রদর্শিত সাধনা আন্তরিকভাবে অনুশীলন করবেন, ততই আপনারা নিজেদের জীবনে পরমহংসজির নির্দেশরূপী সুরক্ষা এবং তাঁর প্রেমময় উপস্থিতি নিশ্চিতই আরও গভীরভাবে অনুভব করবেন। শ্রীগুরুর প্রজ্ঞা ও প্রেম যা আমাদের বিমোহিত করে রাখে, তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই আমাদের জীবন রূপান্তরিত হয়।

আমি প্রার্থনা করি, আপনারা যখন প্রতিদিন গভীর ধ্যানে মগ্ন হবেন, তখন যেন স্পষ্টই অনুভব করতে পারেন যে, ঈশ্বর এবং গুরু সর্বদা আপনাদের কাছেই আছেন, আপনাদের পথপ্রদর্শন করে ভালোবেসে আপনাদের উন্নতিসাধন করে চলেছেন।

দিব্য প্রীতি ও আশীর্বাদের সঙ্গে,

স্বামী চিদানন্দ গিরি

এটিকে শেয়ার করুন