মে 2024

ঈশ্বর ও মহান গুরুগণের অশেষ কৃপার ফলে ভারতীয় উপমহাদেশে আমাদের সংস্থা দ্রুতবেগে সম্প্রসারিত হয়ে চলেছে এবং আরো বেশি সংখ্যক সত্যসন্ধানী ভক্তবৃন্দকে ক্রিয়াযোগের রূপান্তরকারী ও মুক্তিদায়ী পথের প্রতি আকর্ষিত করে চলেছে। তা ছাড়াও, গত বছর অনলাইনে নানা উদ্যোগ গ্রহণ করার ফলে সংস্থার উন্নতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

আশ্রম কর্মচারীগণের সংখ্যাবৃদ্ধির উদ্দেশ্যে আমরা আমাদের রাঁচি আশ্রমের নিম্নোক্ত পদসমূহে পূর্ণ পারিশ্রমিকের ভিত্তিতে স্থায়ী কর্মচারী নিয়োগে আগ্রহী।

ওয়াইএসএস এ প্রতিটি পদে আকর্ষণীয় পারিশ্রমিক ও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।

ওয়াইএসএস আশ্রমের কর্মচারীগণ আশ্রমের এলাকার মধ্যে কাজ করার সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে সাধনা ও সেবা এই দুই মহৎ আদর্শের উপর ভিত্তি করে একটি সুষম জীবনধারা গড়ে তোলার সুযোগ পাবেন। সমবেত ধ্যান এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যোগদান করা ছাড়াও তারা একটি সামঞ্জস্যপূর্ণ পরিবেশে কাজ করার এবং গুরুদেবের দিব্য উপস্থিতির স্পন্দনে পরিপূর্ণ এই পবিত্র আশ্রমিক পরিবেশ উপভোগ করার সুযোগও পাবেন।

Previous slide
Next slide

বর্তমান উপলব্ধ পদ

para-ornament

ডিজিটাল মার্কেটিং ম্যানেজার

জব কোড: J12
স্থান: দূরবর্তী
দপ্তর:
আইটি
শূন্য পদের সংখ্যা:

পদ সংক্রান্ত কার্য বিবরনী:

ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ইমেইল প্রচার কার্য এবং অন্যান্য ডিজিটাল প্রকল্পে হাতে কলমে সহায়তার জন্য ওয়াইএসএস একজন পূর্ণ সময়ের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার চাইছে। ওয়ার্ডপ্রেস/উকমার্সে প্রগাঢ় পারদর্শিতা এবং ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব টেকনোলজিতে পূর্ব অভিজ্ঞতার ছাড়াও ওয়াইএসএস এর নীতি ও আদর্শ সম্বন্ধে যথোচিত উপলব্ধি প্রয়োজন। কাজগুলি দূরে থেকে সম্পাদন করা গেলেও প্রার্থীদের ভারতীয় মান সময় অনুযায়ী নিয়মিত কাজের সময় উপলব্ধ থাকতে হবে।


পদটির মুখ্য ভূমিকা:

  • ওয়েবসাইট ম্যানেজমেন্ট:
    • ওয়ার্ডপ্রেস/উকমার্স/অন্যান্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে ওয়াইএসএস ওয়েবসাইটের উন্নতি সাধন ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয় উন্নত করা।
    • প্রয়োজন মত ওয়েবসাইটের বিষয়বস্তু/অনুবাদ নবীকরণ করা
    • ওয়াইএসএস ওয়েবসাইটে উদ্ভূত যে কোনও সমস্যা নির্ণয় করে ও তা গোচরে এনে টেক টিমকে সহায়তা করা।
    • বিষয়বস্তু নবীকরণ, সমস্যার প্রতিকার ইত্যাদির অনুরোধের সময়মত সাড়া দেওয়া।
  • ইমেইল মার্কেটিং :

    • ইমেইল প্রচারকার্য প্রণয়ন ও আরোপনের পুরো ব্যাপারটা পরিচালনা করা।
    • ইমেল তালিকা এবং পাঠক বিভাগ তৈরি করা এবং তা চালু রাখা
    • ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে লিড জেনারেশন, রেজিস্ট্রেশন, ওয়েলকাম এবং ড্রিপ ক্যাম্পেইনের জন্য স্বয়ংক্রিয়তা স্থাপন করা
    • কর্মদক্ষতা অনুধাবন করা, প্রবনতা পর্যবেক্ষণ করা, প্রয়োগসাধ্য উপলব্ধি ভাগ করে নেওয়া এবং ফলাফলের উপর ভিত্তি করে সুপারিশ করা।
  • স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনা:
    • স্বেচ্ছাসেবকদের অবদানের সুযোগ তৈরি করা, স্বেচ্ছাসেবকদের কাজ নির্ধারণ করা এবং সময়মতো তার সমাপন নিশ্চিত করা।
    • ডিজিটাল মার্কেটিং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া এবং সর্বোৎকৃষ্ট অনুশীলন ও নিরবচ্ছিন্ন সহায়তার জন্য একটি সংস্থান হিসাবে কাজ করা

 

অভিজ্ঞতা ও দক্ষতা:

  • ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব টেকনোলজিতে ৫ বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা
  • থিম, প্লাগইন এবং পেজ বিল্ডার ব্যবহার করা সহ ওয়ার্ডপ্রেস / উকমার্স ওয়েবসাইট তৈরির উল্লেখযোগ্য অভিজ্ঞতা
  • HTML/CSS সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং ওয়েবসাইট সংক্রান্ত সমস্যাগুলি উত্থাপিত হওয়ার সাথে সাথে তা পর্যালোচনা করা এবং তুলে ধরার নৈপুণ্য।
  • ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মে অত্যন্ত পারদর্শিতা।
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশানের অসাধারণ অভ্যাসের বিচক্ষণতা এবং গুগল অ্যানালিটিক্সের সাথে অবগতি অগ্রগণ্য।
  • ইংরেজি ভাষায় চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।
  • নতুন প্ল্যাটফর্ম এবং সফ্টওয়্যার প্রযুক্তি শেখার পারদর্শিতা।

বুক সেলস ও মার্কেটিং ম্যানেজার

জব কোড: J11
স্থান: যোগদা সৎসঙ্গ শাখা মঠ, রাঁচি (সারা বছর)
দপ্তর:
পুস্তক বিক্রয় ও বণ্টন
শূন্য পদের সংখ্যা:

পদ সংক্রান্ত কার্য বিবরণী:

ওয়াইএসএস প্রকাশনার কৌশলগত পরিকল্পনা, রূপায়ণ ও বিপণনে নেতৃত্ব দেওয়া। অনলাইন ও অফলাইন দুক্ষেত্রেই বণ্টনকারী চ্যানেলগুলোকে সুবিধা প্রদান করা, পরিচালনা করা, উন্নত ও শক্তিশালী করে তোলা। ওয়াইএসএস প্রকাশনার প্রসারণ ও বণ্টন তাৎপর্যপূর্ণ ভাবে প্রভাবিত করতে অনলাইন মার্কেটিং ও ডিজিটাল প্রচার অভিযান।

পদটির মুখ্য ভূমিকা সমূহ:

  • মানব সম্পদ পরিচালনা – এই পদাধিকারীর দলের নেতৃত্বের দায়িত্ব পালন করার ভূমিকা রয়েছে।
  • মার্কেটিং – কৌশলগত পরিকল্পনা এবং সম্পাদন
  • বণ্টনকারী চ্যানেল সমূহের পরিচালনা, সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ
  • মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে অবদান রাখতে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ দ্বারা সমর্থিত সেলস সম্বন্ধে পূর্বানুমান
  • বই মেলার পরিকল্পনা এবং তত্ত্বাবধান, প্রকাশনার অনলাইন এবং অফলাইন
    বিক্রয়ের জন্য সম্ভাব্য সুযোগের চিহ্নিতকরণ
  • নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতার জন্য কুরিয়ার সহকর্মী এবং ভারতীয় ডাক বিভাগের সাথে যোগাযোগ রেখে চলা
  • পদ্ধতি সংক্ষিপ্তকরণের সুযোগ সহ মালপত্রের তত্ত্বাবধান।
  • অধমর্ণের হিসাবনিকাশের ব্যবস্থাপনা
  • প্যাকেজিং এর জিনিসপত্র সংগ্রহ ও পরিকল্পনা
  • পদ সংক্রান্ত অন্যান্য নির্ধারিত কাজ


অভিজ্ঞতা এবং দক্ষতা:

  • স্নাতক / স্নাতকোত্তর / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর (বা সমতুল্য) মার্কেটিং/ডিস্ট্রিবিউশনে বিশেষীকরণ সহ
  • মার্কেটিংয়ে ৫-৭ বছরের প্রামাণিক দক্ষতা (বই/প্রকাশনা শিল্পে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে), অনলাইন মার্কেটপ্লেস প্রক্রিয়া, সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্রচার পরিচালনা এবং প্রচারের জ্ঞান
  • শক্তিশালী পরিচালনগত দক্ষতা এবং বিভিন্ন দলের সাথে কাজ করার ক্ষমতা
  • এমএস অফিস প্রোগ্রাম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দক্ষতা
  • আলোচনার দক্ষতা, ভেণ্ডরদের পরিচালন এবং সামাজিক দক্ষতা
  • প্রকৃষ্ট কথ্য এবং লিখিত যোগাযোগ দক্ষতা
  • সমস্যা সমাধান এবং বিচক্ষণতা প্রকাশ করার ক্ষমতা
  • ওয়াইএসএস এর অনুশাসন ও নীতি বিষয়ে অবগতি ও অভিজ্ঞতা সহায়ক হবে
  • হিন্দি এবং ইংরেজি ভাষায় সাবলীলতা

প্রজেক্ট ম্যানেজার (আইটি)

জব কোড: J6
স্থান: যোগদা সৎসঙ্গ শাখা মঠ, রাঁচি/দূরবর্তী
দপ্তর:
ইনফর্মেশন টেকনোলজি (IT)
শূন্য পদের সংখ্যা:

পদ সংক্রান্ত কার্য বিবরনী:

  • সময়সূচি অনুযায়ী বিভিন্ন প্রকল্প নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা ও স্টেক হোল্ডররা সঠিক পন্থা অবলম্বন করছেন কিনা তা সুনিশ্চিত করতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়সাধন করা
  • কার্যকরী কর্মীদের থেকে প্রকল্পের প্রয়োজনীয়তা সংগ্রহ করা এবং প্রযুক্তিগত প্রয়োজনীয়তায় সেগুলি অনুবাদ করা
  • অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের কাছ থেকে বৈধতা পেতে প্রোটোটাইপ তৈরি করা
  • প্রকল্পে অংশগ্রহণকারী সদস্যদের (বিশেষত সফটওয়ার ডেভেলপার) সঙ্গে সঠিক ভাবে কাজ করে সমস্যার নির্ধারণ ও তার সমাধান
  • প্রশ্নোত্তরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি প্রকল্পকে যাচাই করা
  • প্রকল্প সংশ্লিষ্ট তথ্যাদির সফলভাবে আদানপ্রদানের কার্যসূচি সুচারুরূপে নিষ্পন্ন করা
  • পরিবর্তনের অনুরোধকে সুবিধাজনক করে সমস্ত পক্ষকে অবহিত করা
  • সফল বাস্তবায়ন সক্ষম করার জন্য ব্যবহারকারীর ম্যানুয়াল, প্রশিক্ষণ সামগ্রী এবং অন্যান্য নথিগুলির বিকাশের সমন্বয় করা


যোগ্যতা:

  • কম্পিউটার সায়েন্স-এ স্নাতক কিংবা স্নাতকোত্তর
  • ৫ – ১০ বছরের কাজের অভিজ্ঞতা


প্রযুক্তিগত দক্ষতা:

  • ওয়েব আ্যপ্লিকেশনস, MySQL ডেটাবেসেস
  • HTML, CSS, Bootstrap, JavaScript, LAMP Stack, Cloud Computing
  • যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বিশদ জ্ঞান (PHP সম্বন্ধে ধারণা অগ্রগন্য)
  • সেলসফোর্স সম্বন্ধে জ্ঞান থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে


অতিরিক্ত তথ্য:

  • বয়স: ৩০ – ৫৫ বৎসরের মধ্যে
  • দূরবর্তী সদস্যদের সঙ্গে কাজে স্বাচ্ছন্দ্য থাকা চাই
  • প্রজেক্ট ম্যানেজমেন্টে পূর্ববর্তী অভিজ্ঞতা
  • দূরবর্তী: আপনি যদি দূর থেকে কাজ করেন, তাহলে আপনাকে মাঝে মাঝে এক সপ্তাহ বা তার বেশি সময়ের জন্য রাঁচিতে আসতে হতে পারে।

আমাদের কাছে লিখুন:

আপনি যদি উপরোক্ত পদের জন্য আবেদন করতে আগ্রহী হন এবং বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক হন (যেমন পারিশ্রমিক বা অন্যান্য বিবরণ), তাহলে নিম্নোক্ত বিষয়গুলি উল্লেখ করে এই মেল আইডি-র মাধ্যমে (careers@yssi.org) কিংবা 88601 88799 নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

– যে পদের জন্য আপনি আগ্রহী, তার Job Code ও পদের নাম
– আপনার পছন্দ: সেবক (ঐচ্ছিক) /পারিশ্রমিকের বিনিময়ে

অনুগ্রহ করে আপনার বায়োডেটা পাঠান (সঙ্গে একটি ফটোগ্রাফ থাকা বাঞ্ছনীয়) এবং অন্যান্য তথ্য যা আপনি আমাদের জানাতে চান

আমরা আপনাদের কাছ থেকে খবর পেতে এবং গুরুদেবের কাজ একসাথে করার আনন্দ ভাগ করে নিতে উন্মুখ হয়ে আছি।

এটিকে শেয়ার করুন